Cart

Your Cart is Empty

Back To Shop

আইপি ফোন নম্বর কি, কিভাবে কাজ করে, খরচ, কিভাবে সংযোগ নিব?

আইপি-ফোন-নম্বর-কি-কিভাবে-কাজ-করে-খরচ-কিভাবে-সংযোগ-নিব

আইপি ফোন নম্বর হল কয়েকটি সংখ্যার একটি নম্বর যা ইন্টারনেট সংযোগকৃত কোন ডিভাইস-এর মাধ্যমে ব্যবহার করতে হয়। এটি দিয়ে যে কোন আইপি নম্বরে এবং যে কোন অপারেটরদের নম্বরে দেশ অথবা বিদেশে ফোন করে কথা বলা যায় তুলনামূলকভাবে অপারেটরদের থেকে কম মূল্যে। উদাহরণস্বরূপ +০৯৬১১০৬৫৯৫৮ হল একটি আইপি নম্বর।

আইপি নাম্বার কেন প্রয়োজন?

আইপি নাম্বার হল একটি বাসার ঠিকানার এর মত। যেমন আপনি আপনার বাসা থেকে অন্য কোন বাসায় কিছু পাঠাবেন , সে জন্য অন্য বাসার ঠিকানা আপনার জনা লাগবে। মানে হচ্ছে, আইপি ফোন ও একই ভাবে কাজ করে। একটি আইপি নম্বর থেকে একটি কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে কল ইনকামিং এবং আউটগোয়িং কল করার জন্য ব্যবহৃত হয়।

এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় তা হল আপনি কোথা থেকে ফোন দিচ্ছেন বা ফোন রিসিভ করছেন তা সজজেই প্রযুক্তির মাধ্যমে বের করা যায়। তবে বর্তমানে আরেকটি অপশন আছে, আপনি চাইলে আপনার আইপি নম্বরটি লুকিয়ে রাখতে বা পরিবর্তন করতে পারবেন তাহলে কেউ আপনার আবস্থান খুঁজে বের করতে পারবে না।

আইপি ফোন নম্বর ব্যবহার করতে কোন ডিভাইস লাগে?

বেশ কয়েক ধরণের ডিভাইস দিয়ে আইপি ফোন নম্বর ব্যবহার করা যায় যেমন আইপি ফোন, কম্পিউটার ডিভাইস, অথবা যে ইন্টারনেট প্রোভাইডার (তারাও আইপি নম্বর দিয়ে থাকে) বা আইপি নম্বর প্রোভাইডার -এর কাছ থেকে নম্বরটি নিবেন তাদের একটি নিজস্ব এন্ড্রয়ড অ্যাপ থাকে যা আপনার এন্ড্রয়ড স্মার্ট ফোনে ব্যবহার করতে পারবেন।

আইপি ফোন নম্বর এর খরচ কেমন?

এটা মূলত নির্ভর করে আইপি নম্বর প্রোভাইডার এর উপর। তবে খরচের খুব একটা পার্থক্য দেখতে পাবেন না একে অন্যের থেকে। আমরা নিচে বিভিন্ন প্রোভাইডারের একটি চার্ট দিয়েছি যেখানে তাদের মিনিট প্রতি কল রেট ও প্রিফিক্স (Prefix) পেয়ে যাবেন।

SL.No Providers Name Prefix
01 BTS 9601
02 ISN 9602
03 Fusionnet 9604
04 Agni 9606
05 BEXIMCO 9609
06 ADN 9610
07 Dhakacom 9611
08 Metro Net 9612
09 HRC 9613
10 Next Online 9614
11 Ranks ITT 9617
12 Grameen Cyber Net 9618
13 COLBD 9619
14 Accesstel 9622
15 Sadia Tech 9628
16 IS Pros Limited 9631
17 Media & Multimedia 9632
18 IDEA 9633
19 NREACH 9636
20 BDIEX 9637
21 Inter Cloud 9638
22 ICC Communication 9639
23 BDCOM 9666
24 LINK3 9678
25

Connect BD

9669

26

BRAC Net Limited.

9677

উক্ত প্রতিষ্ঠানের মিনিট প্রতি কল রেট ৩০-৭০ পয়সার মধ্যে হয়ে থাকে বাংলাদেশের মধ্যে কথা বললে। তাছড়া আপনি অনলাইনে এই কোম্পানিগুলোর নাম সার্চ দিয়ে এদের সাথে যোগাযোগ করে ঠিক কত কল রেট টা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop