Cart

Your Cart is Empty

Back To Shop

Interactive Display Panel (IFPD) কি, দাম এবং কোথায় পাওয়া যায়?

Interactive-Display-Panel-IFPD-কি-দাম-এবং-কোথায়-পাওয়া-যায়

“Interactive Flat Panel Display” বা “IFPD” বর্তমান সময়ের এক বহুপযোগি টাচ স্ক্রিন ডিসপ্লে ডিভাইস যার মাধ্যমে মিটিং, ক্লাসরুম লেকচার, প্রেজেন্টেশন বা যে কোন লেকচারাল প্রোগ্রামকে আরো অর্থবহ করা যায়। এটি হচ্ছে চিরাচরিত প্রজেক্টরের বিকল্প যা আরো উন্নত ডিসপ্লে, সফটওয়্যার অপারেশন ও বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।

চলুন জেনে নেই Interactive Flat Panel Display এর সুবিধা

যেহুতু এই ধরণের ডিসপ্লে বড় আকারের হয় এবং খুব স্পষ্ট ছবি প্রদর্শন করে তাই উপস্থিত সবার মন ঐ ডিসপ্লে এর দিকে থাকে যা তাদের মিটিং সম্পর্কে তথা এর উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। তাছাড়া বড় ডিসপ্লে মনযোগ দির্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। বিশেষত শ্রেনিকক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদের লেকচার খুব সহজেই বুঝতে ও মনে রাখতে পারে, পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও আরো আধুনিকতার সাথে যুগোপযোগী পাঠদানে পারদর্শী হয়।

ViewSonic-IFP6552-65-Interactive-display

অন্যদিকে কোন একটি বিষয়ের উপর সচিত্র কনাফারেন্স/মিটিং করতে গেলে এই প্যানেলগুলো খুবই কার্যকরী কেননা এতে করে লেকচারার বা উপস্থাপনাকারী সহজেই মিটিং এর বিষয়বস্তু উপস্থিত সবার মাঝে তুলে ধরতে পারে। আরেকটি কথা যা না বললেই নয় তা হল এর টাচস্ক্রিন ডিসপ্লে। হ্যাঁ, আমরা যেমনটি একটি কালো এবং সাদা বোর্ডে লিখতে পারি ঠিক তেমনি এই “ইন্টারএকটিভ ডিসপ্লে প্যানেলে” আঙ্গুলের মাধ্যমে লেখা যায় যেমনটা এন্ড্রয়েড ফোন আমরা ব্যবহার করি। তাই এটিতে টাচিং ফিচার থাকায় ভিজুয়ালি এবং বোর্ড হিসেবেও ব্যবহার করা যায়। কিন্তু জেনে রাখা ভালো, এই ধরণের প্যানেল  বিভিন্ন সাইজের হয়ে থাকে।

# ক্লাসরুম সাউন্ড সিস্টেম এর দাম জানুন।

Interactive Flat Panel Display এর দাম

আমি আগেই বলেছি এই ধরণের টাচ প্যানেল বিভিন্ন সাইজের হয় তাই আপনাকে অপেক্ষাকৃত বেশি টাকা গুণতে হবে বড় সাইজের কিনতে গেলে, তবে অল্প সংখ্যক শিক্ষার্থীদের জন্য ছোট একটি আকৃতির কেনাটায় ভালো বলে আমি মনে করি, কারণ এতে আপনার বেশ ভালো  টাকা সেইভ হবে। তবে বর্তমানে অর্থাৎ (২০২২ সাল) এর দাম ১,১০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভবিষ্যতে কত হবে সেই সম্পর্কে আমি মোটেও অবগত নই।

Interactive Flat Panel Display কোথায় পাওয়া যাবে?

বাংলাদেশে এই ধরণের ডিসপ্লে এর ব্যবহার বেশি দিন ধরে নয়, তাই এটি সবখানেতে পাওয়া এবং সুলভ মূল্যে পাওয়াটাও কষ্টকর। তবে বাংলাদেশে বেশ কিছু নামিদামি প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা এই ধরণের ইন্টারএকটিভ ডিসপ্লে প্যানেল আমদানি করে থাকে। আপনি যদি এইগুলো তুলনামূলকভাবে কিছুটা কম মূল্যের মধ্যে চান তবে ভালো হবে সরাসরি আমদানিকারকের নিকট থেকে ক্রয় করা, নতুবা রিসেলার এর কাছ থেকেও নিতে পারেন। অনেক ক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠান সিঙ্গেল একটি পন্য আপনার পাইকারি দামে দিতে পারে। তবে আপনি এর দাম যাচাই বাছাই করে কিনলেই লাভবান হবেন।

যাইহোক, আমরা (অলেফিন্স ট্রেড কর্পোরেশন) আপনাকে দিচ্ছি উন্নতমানের প্যানেল এবং সুলভ মূল্যে। আপনার চাহিদার উপর নির্ভর করে আমাদের কাছে আছে বেশ কিছু সাইজের প্যানেল যা আপনি পাবেন তুলনামূলকভাবে কম মূল্যের। বিস্তারিত জানতে ফোন করুন ০১৯৯৯৯৩৯২৪১, ০১৯৭৯৩০০৯৪০ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop