Cart

Your Cart is Empty

Back To Shop

বৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করার পদ্ধতি জানুন – Legal Walkie Talkie in BD

legal-walkie-talkie

বৈধভাবে ওয়াকিটকি ব্যবহার আমাদের করনীয়ঃ নিয়ম মেনে বৈধ উপায়ে ওয়াকিটকি ব্যবহার করার আগে সংশ্লিষ্ট আইনকানুন জেনে নেয়া উচিত। জেনে নেয়া উচিত বৈধভাবে ওয়াকিটকি ব্যবহারের জন্য আপনার কি কি করনীয়। How to use Legal Walkie Talkie in Bangladesh. আসুন তাহলে আমরা জেনে নেই বিস্তারিত।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (Legal Walkie Talkie in BD)

৫৫৷ (১) কোন ব্যক্তি লাইসেন্স ব্যতিরেকে বাংলাদেশের ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা উহার উপরস্থ আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করিবেন না বা কোন বেতার যন্ত্রপাতিতে কমিশন কর্তৃক বরাদ্দকৃত বেতার ফ্রিকোয়েন্সি ব্যতীত অন্য কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করিবেন না৷

 

(২) উপ-ধারা (১) এর অধীন প্রয়োজনীয় লাইসেন্স ইস্যুকরণ এবং বেতার ফ্রিকোয়েন্সি বরাদ্দের একক এখ্‌তিয়ার থাকিবে কমিশনের৷

(৩) উক্ত লাইসেন্স ইস্যুকরণ বা ফ্রিকোয়েন্সি বরাদ্দকরণ, উহা নবায়ন, স্থগিতকরণ, বাতিলকরণের পদ্ধতি, লাইসেন্সধারীর যোগ্যতা, অযোগ্যতা, ফিস এবং এতদসংক্রান্ত অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে এবং প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কমিশনের সাধারণ বা বিশেষ সিদ্ধান্ত এই সকল ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

(৪) এই ধারার অধীন ইস্যুকৃত লাইসেন্স বা বরাদ্দকৃত ফ্রিকোয়েন্সি বা উহা ব্যবহারের অধিকার হস্ত্মান্তরযোগ্য হইবে না এবং হস্ত্মান্তর করা হইলে উহা ফলবিহীন হইবে৷

(৫) উক্ত লাইসেন্সের ক্ষেত্রে ধারা ৩৭(৩) এর দফা (ঝ) প্রযোজ্য হইবে৷

(৬) নিম্নবর্ণিত ক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন লাইসেন্স গ্রহণের প্রয়োজন হইবে না:-

(ক) পুলিশ, বাংলাদেশ রাইফেলস, কোস্ট গার্ড, 1[আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,] প্রতিরক্ষা বাহিনীসমূহ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন নিরাপত্তা বাহিনী কর্তৃক, উহাদের স্বীয় প্রয়োজনে, বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা, বা ব্যবহার;

(খ) সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বা কোন গোয়েন্দা সংস্থা কর্তৃক উহার স্বীয় প্রয়োজনে, বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা, বা ব্যবহার;

(গ) রাষ্ট্রীয় কাজে নিয়োজিত কোন যুদ্ধ জাহাজ বা সামরিক বিমানসহ অন্যান্য যানবাহনে বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা, বা ব্যবহার:

তবে শর্ত থাকে যে, উপ-ধারায় উল্লেখিত প্রতিটি ক্ষেত্রে কমিশনের বরাদ্দ ব্যতীত কোন বেতার ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাইবে না৷

(৭) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘনক্রমে লাইসেন্স ব্যতিরেকে বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করিলে বা কমিশনের বরাদ্দ না লইয়া কোন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করিলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১০ (দশ) বত্সর কারাদণ্ডে বা অনধিক 2[ ৩০০(তিনশত) কোটি] টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত অপরাধ অব্যাহতভাবে সংঘটিত হইলে অব্যাহত মেয়াদের প্রথম দিনের পরবর্তী প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত অনধিক 3[১(এক) কোটি] টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷

বৈধভাবে ওয়াকিটকি ব্যবহারের জন্য করনীয়

বৈধভাবে ওয়াকিটকি ব্যবহারের জন্য বিটিআরসি থেকে সাময়িক অনুমতি নিতে হবে। এই আনুমতি নেয়ার জন্য বিটিআরসি বরাবর আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড এ আবেদন করতে হবে। এর সঙ্গে দরকার হবে-

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • হালনাগাদ টিন, ভ্যাট ইত্যাদি।
  • দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র
  • এস বি আর আবেদন ফরম
  • নেটওয়ার্ক প্ল্যান
  • কালো রঙের সেট ব্যবহার না করার নিমিত্তে অঙ্গিকারনামা
  • বিটিআরসি বরাবর ৬,৩২৫ টাকার পে অর্ডার,

আবেদন পর্যালোচনা করে অনুমতির জন্য বিবেচিত হলে বিটিআরসি আপনাকে একটি চিঠি দিবে বাৎসরিক সেট প্রতি ৬৯০ টাকা পে অর্ডারের মাধ্যমে জমা প্রদান করার জন্য। পরবর্তী আরেকটি চিঠিতে আপনাকে সাময়িক অনুমতি দেয়া হবে।

কোথায় পাবেন ওয়াকিটকি

সাময়িক আনুমতিপত্র পেলে বিটিআরসি আনুমোদিত সেটসমূহ থেকে যেটি আপনার পছন্দ সেই সেটের আমদানির জন্য আপনি বিটিআরসি এনলিস্টেড ভেন্ডর এমন একটি কোম্পানিকে (যেমন অলেফিন্স ট্রেড কর্পোরেশন) ওয়ার্ক অর্ডার দিবেন। আপনার ওয়ার্ক অর্ডার অনুযায়ী সেট আমদানী করে বিটিআরসির NOC নিয়ে খালাস করে বিটিআরসি কে প্রদর্শন করলেই আপনি সেট ব্যবহার করতে পারবেন।

বিটিআরসি আনুমোদিত সেট কোনগুলো

যেকোন ওয়াকিটকি দিয়ে বিটিআরসিতে আবেদন করলেই আনুমতি পাওয়া যাবে না। বিটিআরসি অল্প কিছু ব্র্যান্ডের সেট ব্যবহারের জন্য আনুমতি দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে AIRCOM AC 379LAIRCOM AC 245 , MOTOCOM ও KST 245

# সেটের দরদাম জানতে যোগাযোগ করতে পারেন  info@olefins.com.bd বা ফোন করুন 0197-9300-940, 01713-300-940, 02-550-200-06 নম্বরে।

ওয়াকি-টকির প্রাইজ জানতে সংক্রান্ত বিষয় ধারনা নিতে দেখতে পারেন এই ভিডিও

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop