Passport Scanner এর দাম এবং কোথায় পাবো, বিস্তারিত আলোচনা

Cart

Your Cart is Empty

Back To Shop

Passport Scanner কি, দাম, কোথায় পাবো, বিস্তারিত আলোচনা

বর্তমান সময়ে নানা ধরণের প্রশাসনিক কার্যক্রমে পাসপোর্ট স্ক্যানার বা পাসপোর্ট রিডার বহুল ব্যবহৃত একটি ডিভাইস। প্রশাসনিক বিভিন্ন কাজে এর ব্যবহার দিনকে দিন বেড়েই চলছে যেমন ভিসা সেন্টার, এম্বাসি, সিকুউরিটি অ্যাভিয়েশন, ইমিগ্রেশন সার্ভিস সেন্টার, হোটেলস, ব্যঙ্ক, ট্র্যাভেল এজেন্সি, এয়ারপোর্ট, ট্রেন ও বাস টার্মিনাল, পুলিশ স্টেশন, মেডিকেল সহ আরো অনেক জায়গায়।

কিন্তু একটা সময় ছিল যখন কিনা বাংলাদেশে পাসপোর্ট স্ক্যানার তেমন একটা সহজলভ্য ছিল না, কেননা যদি কোন প্রতিষ্ঠান পাসপোর্ট স্ক্যনার ব্যবহার করতে চাইত, সেক্ষেত্রে তাদের আলাদাভাবে প্রোগ্রামিং করে তা আমদানি করতে হত। যার ফলে এর দাম চড়া ও সহজ প্র্যাপ্যতা তেমন একটা ছিলই না।

তবে বর্তমান সময়ে কয়েকটি হাতেগোনা প্রতিষ্ঠান এইসব ডিভাইস আমদানি করে বাংলাদেশের বাজারে বিক্রি করছে। যাইহোক আজকের এই লেখাতে আমি দুইটি অসাধারণ পাসপোর্ট স্ক্যানার পাসপোর্ট রিডার তা যাই বলুন না কেন তা আলোচনা করব। এবং সেই সাথে এর দাম, কোথায় পাবেন বৈশিষ্ট ইত্যাদি নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা একটি সঠিক ধারনা লাভ করতে পারেন।

আপনি চাইলে ভিডিওতে পাসপোর্ট স্ক্যানার এর ডিটেইলস আরো জানতে পারবেন, অথবা লেখাটি পড়া চালিয়ে যেতে  পারেন

. Sinosecu QR1000 Passport Reader/Scanner

আমি যেহুতু পর্যায়ক্রমে দুটি ভিন্ন মডেলের পাসপোর্ট স্ক্যানার নিয়ে আলোচনা করব তাই প্রথমে এমনই একটি মডেল নিয়ে কথা বলতে চাচ্ছি তা হল Sinosecu QR1000 Passport Scanner . এটি বেশ কয়েকটি ফিচার অন্তর্ভুক্ত রয়েছে যা এটিকে আরো ব্যবহারযোগ্য করে তুলেছে। এটি মূলত বাংলাদেশি পাসপোর্ট, আইডি কার্ড, ভিসা ও অন্যান্য ভ্রমন সংক্রান্ত ডকুমেন্ট স্ক্যান করতে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর ব্যপক ব্যবহার হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট স্ক্যানিং এর ক্ষেত্রে, কারণ এটি মূলত বাংলাদেশি পাসপোর্ট সাপোর্টেড করে তৈরি করা হয়েছে।

 

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমার তো MRP পাসপোর্ট ই-পাসপোর্ট, আমার প্রতিষ্ঠানে তো এই দুই ধরণেরই পাসপোর্ট স্ক্যানিং করা দরকার, এই ডিভাইসটি তা পরবে কিনা। আপনার উত্তর হচ্ছে হ্যাঁ এটি বাংলাদেশি MRP & E-Passport উভয়ই সাপোর্টেড। এবার আসি পাসপোর্ট এর বাইরে এই ডিভাইসটি যে সকল ডকুমেন্ট রিড করে সেই বিষয়ে। ধরুন আপনি কারো আইডি কার্ড বা যে কোন অফিসিয়াল ডকুমেন্ট এর সকল তথ্য একসাথে স্টোর করবেন বা একসাথে পেতে চান।

সেক্ষত্রে আপনি চাইলেই কিন্তু সকল তথ্যগুলো একসাথে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, কেননা এটিতে রয়েছে “OCR” টেকনোলোজি যা যে কোন ফাইলের লেখা/তথ্যগুলোকে ওয়ার্ডে রুপান্ত্রর করতে সক্ষম। এতে করে আপনার কষ্ট করে তথ্যগুলো নিজে থেকে লিখতে হচ্ছে না এবং অনেকটা সময় বেঁচে যাচ্ছে। এই চমৎকার ডিভাইসটি বেশ কয়েকটি অপারেটিং সিস্টেমে কাজ করে যেমন Windows 7, 8, 10, vista, XP( 32/64 bit WHQL certified), Linux তাই আপনি সহজেই এটি আপনার অপারেটিং সিস্টেম এর সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। এটি আপনার পিসি বা ল্যাপটপ সাথে USB ক্যাবল দিয়ে কানেক্ট করতে পারবে।

. Sinosecu QR4000 Passport Reader/Scanner

এর সম্পর্কে বেশি কিছু আলোচনা করে আপনাদের মূল্যবান সময় অপচয় করতে চাচ্ছি না। কারণ, পূর্বের আলোচিত মডেল আর এটার বৈশিষ্ট একই শুধুমাত্র একটি ছাড়া তা হল এটি RFID কার্ড সাপোর্টেড।

scanner-for-passport

তাছাড়া উভয় ডিভাইসের মধ্যে কোন পার্থক্য নেই। এটি RFID সাপোর্টেড হওয়ায় আপনি এটিতে যে কোন RFID কার্ড রিড করে তথ্য নিতে পারবেন।

পাসপোর্ট স্ক্যানার এর দাম

সাধারণত বৈশিষ্ট ভেদে এর দাম আলাদা আলাদা হয়। উপরে আলোচিত প্রথম মডেলটি আপনি ৭৫,০০০ থেকে ৮৫,০০০ টাকা এর মধ্যে পেয়ে যাবেন। আর দ্বিতীয় মডেলটি পেয়ে যাবেন ১,১০,০০০ থেকে ১,২০,০০০ টাকা এর মধ্যে। তবে অন্যান্য মডেলগুলোরও কাছাকাছি দাম থাকে।

পাসপোর্ট স্ক্যানার কোথায় পাব?

এক্ষেত্রে আপনি অনলাইন আর অফলাইন দুইভাবেই আপনার পন্যটি খুঁজে দেখতে পারেন। তবে আপনি খুব ভালো মানের Passport Scanner খুঁজে থাকেন, তবে আমরা (অলেফিন্স ট্রেড কর্পোরেশন) আপনাকে দিচ্ছি সেরা মানের পন্যটি। যদি প্রশ্ন করেন আমাদের কাছে থেকেই বা কেনও ক্রয় করবেন, সে ক্ষেত্রে আমরা বল যে আমরা সরাসরি ম্যনুফ্যাকচারিং কোম্পানি থেকে পাসপোর্ট সরাসরি আমদানি করে থাকি, তাই আশা করি আমরা অন্যান্য সেলারদের থেকে তুলনামূলকভাবে কম মূল্যে সেরাটা দিতে পারবো। তবুও একজন ক্রেতা হিসেবে আপনার উচিত হবে পণ্যের মান, দাম, উপযোগিতা সব কিছু বিচার-বিশ্লেষণ করে সঠিক পন্যটি কেনার মনস্থির করা।

আর একটি বিষয় না বললেই নয় তা হল আপনি চাইলে আমাদের কর্পোরেট অফিসে এসে স্ক্যানারগুলো দেখে যাচাই-বাচাই করে কিনতে পারেন। আর বড় ধরনের অর্ডার থকলে আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানি করে সরবরাহ করতে পারবো। যাইহোক যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন – ০২-৫৫০২০০০৬, ০১৯৯৯৯৩৯২৪১, ০১৯৭৯৩০০৯৪০, ০১৭১৯৩০০৯৪০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop