Cart

Your Cart is Empty

Back To Shop

সল্প বাজেটের ৪ টি অসাধারণ মেটাল ডিটেক্টর

Aircom-AC-245-Plus-SBR-Handheld-Walkie-Talkie

ছোট বেলায় সিনেমায় দেখতাম কেউ একজন ঘুমের মধ্যে তার স্বপ্নে মাটির নিচে কোন এক গোপন গুপ্তধনের সন্ধান পেত, এবং বাস্তবে সত্যি সত্যিই তা খুঁজে পেয়ে রাতারাতি ধনি হয়ে যেত। এইসব কল্প-কাহিনী শুধুমাত্র সিনেমার পর্দাতেই আটকে থাকে যা কখনওই বাস্তবে রুপ নেয় না। তবে হ্যাঁ,এটা সত্যি যে মাটির নিচে রয়েছে নানান ধরণের প্রাকৃতিক সম্পদ, তবে আমরা আজ সেই দিকে না গিয়ে কথা বলব “গ্রাউন্ড মেটাল ডিটেক্টর” নিয়ে যা মাটির নিচে অবিস্থিত ধাতব পদার্থের উপস্থিতি সনাক্ত করতে পারে। আজ আমরা এই লেখাতে ৪টি অসাধারণ মেটাল ডিটেক্টরের সাথে পরিচিত হব যা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সল্প মূল্যে।

. Allosun TS130 Underground Metal Detector

Allo-sun-TS130-Underground-Metal-Detec

দাম জনতে ক্লিক করুন

“Allosun” মেটাল ডিটেক্টর এর দুনিয়ায় একটি পরিচিত নাম। কারণ এই কোম্পানি বিভিন্ন মডেল ও বৈশিষ্টের মেটাল ডিটেক্টর তৈরি করে থাকে যার ব্যবহার প্রায় অনেক দেশের গ্রাহকরাই করে থাকে। তবে আমাদের এই প্রথম পছন্দের মেশিনটি খুবই ভালো মানের এবং বেশ কিছু ফিচার সম্পন্ন। এর রয়েছে ফ্লেক্সিবল একটি হাতল যা এটিকে সহজেই ধরে পরিচালনা করতে সহায়ক। তাছাড়া আপনার হাতকে পিছন থেকে সাপোর্ট দেয়ার জন্য একটি গ্রিপার রয়েছে যাতে করে আপনি দ্রুত এবং সুবিধাজনকভাবে ডিটেক্টরটি মাটির উপর নাড়াতে পারেন হাতে কোন রকম ব্যাথা ছাড়া।

Allo-sun-TS130-Underground-Metal-Detector-machine-in-bd

অন্যদিকে রয়েছে একটি মিটার যার মধ্যে অবস্থিত কাটা একটি নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু ও শেষ হয়। এটি দ্বারা সনাক্তকৃত মেটালটি কতটা কাছাকাছি বা দূরে রয়েছে তা বোঝা যায়। তাছাড়া রয়েছে একটি স্পিকার যা উচ্চ বিপ সাউন্ড করে ধাতব বা মেটালের উপস্থিতি জানান দেয়। আপনি যদি এই শব্দ আরো স্পস্টভাবে এবং একাই শুনতে চান, তবে আপনি এর সাথে দেয়া “ইয়ারফোন” ব্যবহার করতে পারেন। স্পিকার প্যানেলের চারপাশে পেয়ে যাবেন বেশ কিছু ফাংশনাল অপশন ও ভলিউম।

এটির রয়েছে ৩ ফুটের মতো লম্বা রড যা আপনি আপনার সুবিধামত বড়-ছোট করতে পারবেন। আরেকটি অসাধারণ ফিচার হচ্ছে এর রডটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ। মানে হছে আপনি চাইলে পানির নিচেও মেটাল ডিটেক্ট করতে পারবেন।

Allosun-TS130-Underground-Metal-Detector

এর ৯ ইঞ্চি কয়েলটির ভিতরে রয়েছে শক্তিশালী সেন্সর যা মেটালের উপস্থিতি টের পেয়ে স্পিকারের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়। আপনি এটি কিনে নিজে নিজেই এসেম্বল করতে পারবেন, নেই কোন কঠিন গঠনপ্রণালী। কি প্রডাক্টটি পছন্দ হয়েছে? তবে আজই নিয়ে নিন আমাদের সাথে যোগাযোগ করে।

মাটির গভিরতায় পৌছায়ঃ দেড় ফুট বা ১৮ ইঞ্চি পর্যন্ত।

. ALLOSUN TS180 Blue Waterproof Handheld Metal Detector

ALLOSUN-TS180-Blue-Waterproof-Handheld-Metal-Detector

দাম জনতে ক্লিক করুন

আমাদের দ্বিতীয় পছন্দের মেটাল ডিটেক্টরটিও হল ওয়াটার প্রুফ যা শুধুমাত্র মাটি কেন, পানির নিচেও মেটাল সনাক্ত করতে সক্ষম। এটি কালো এবং হালকা নিল রঙের সমন্বয়ে তৈরি। এটির সাথে পাবেন একটি LCD ডিসপ্লে যার উপর আপনার বিভিন্ন কমান্ড দেখাবে ও মেটাল ডিটেক্টিং-আরো তথ্য দেখাবে।

সাথে রয়েছে একটি হাতল যার উপরে একটি নরম ফোমের আবরণ যেন দির্ঘক্ষণ ব্যবহারের ফলে হাতে ব্যাথা অনুভব না হয়। হাতলের পিছনের দিকে অবস্থিত সাপোর্টিং গ্রিপ আপনার হাতকে পেছন দুকে থেকে সাপোর্ট দেয় ফলে সুবিধাজনকভাবে মেশিনটি ব্যবহার করা যায়।

ALLOSUN-TS180-Blue-Waterproof-Metal-Detector-bangladesh

লম্বায় প্রায় ৪ ফুটের মতো একটি রড রয়েছে যা পানির নিচে গিয়েও মেটাল খুঁজতে সক্ষম। এর উচ্চতা আমাদের প্রথমটির থেকে বেশি। ৯ ইঞ্চি সাইজের কয়েলের ভিতরে আছে শক্তিশালী ডিটেক্টিং সেন্সর। কয়েলের সাইজটি বর হওয়ায় সহজেই ধাতব পদার্থ খুঁজতে পারে।

ALLOSUN-TS180-Blue-Metal-Detector-in-bd

এটি এসেম্বলি করতে আপনাকে কোন অভিজ্ঞ ব্যক্তিকে একদমই ডাকা লাগবে না কেননা, এর খুবই সহজ মেকানিজম যা একজন অনভিজ্ঞ ব্যক্তিক আয়ত্ত করে এসেম্বল করতে পারে।

মাটির গভিরতায় পৌছায়ঃ এক ফুট বা ১২ ইঞ্চি পর্যন্ত।

৩. ALLOSUN TS20A Gold Metal Detector

যদি আপনার মেটাল ডিটেক্টর কেনার বাজেট কম হয়, তাহলে আমরা এই “জুনিয়র মেটাল ডিটেক্টর” মডেলটি আপানেক নিতে পয়ারামর্শ দিচ্ছি। এটির দাম ৫০০০-৬০০০ এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে। তবে দাম কম হওয়াতে এর রেঞ্জ ও কম পাবেন আপনি। এই মডেলটি ঠিক ৪-৬ ইঞ্চি মাটির গভিরতা পর্যন্ত মেটাল ডিটেক্ট করার সক্ষমতা বহন করে। এর আরেকটি ভালো দিক হচ্ছে এটি আকারে ছোট হওয়ায় আপনি বা বাচ্চারাও ব্যবহার করতে পারবে। আপনি জেনে থাকবেন বর্তমান সময়ে ছোট বড়, উঠতি বয়সের ছেলে-মেয়েরা মোবাইল আসক্তিতে পড়ে যাচ্ছে। তারা এক মূহুর্তের জন্য হলেও ফোন থেকে দূরে থাকতে চায় না, যা তার মানসিক, শারীরিক এবং পড়আশুনার পক্ষে খুবই ক্ষতিকর।

ALLOSUN-TS20A-Gold-Metal-Detector

দাম জনতে ক্লিক করুন

এখন আপনি যদি তাদেরকে মোবাইলের থেকেও ভালো কোন জিনিস দিয়ে দেন তবে তারা সেই মোবাইল আসক্তি থেকে বেড়িয়ে আসতে পারে। আর তাদেরকে এমনই একটি “জুনিয়র মেটাল ডিটেক্টর” দিতে পারেন যা দিয়ে তারা অনেকটা সময় কিছু খোঁজার উৎসাহ নিয়ে ব্যয় করতে পারে। যার ফলে তারা মোবাইলের ঝোঁক থেকে নিজেদের বাঁচাতে পারে।

আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, বিশেষ করে ইউরোপিয়ান মা-বাবারা তাদের সন্তানদের মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এই পদ্ধতি অবলম্বন করছে। তারা বাড়িতে কিংবা কোন ট্যুরে যেখানেই যাক না কেন, তাদের বাচ্চাদের জন্য এই মেটাল ডিটেক্টর সাথে করে নিয়ে যায় এবং বাচ্চারা এটা দিয়ে খুব মজার সময় কাটায়। আমাদের কাছে এটি পাবেন সল্প দামে এবং হোম ডেলিভারী সুবিধাসহ।

মাটির গভিরতায় পৌছায়ঃ ৪-৬ ইঞ্চি পর্যন্ত।

৪.ALLOSUN TS20B Waterproof Underground Gold Metal Detector

ALLOSUN-TS20B-Waterproof-Underground-Gold-Metal-Detector

দাম জনতে ক্লিক করুন

জুনিয়র মেটাল ডিটেক্টর এর আরেকটি মডেল হচ্ছে ALLOSUN TS20B যা সল্প বাজেটের কথা চিন্তা করে প্রস্তুত করা হয়েছে। এই মেটাল ডিটেক্টর ডিভাইসটি আপনি পাবেন ৬০০০-৬৫০০ এর মধ্যে। এটি মাটির ৫ থেকে ৭ ইঞ্চি গভীরতা পর্যন্ত মেটাল সনাক্ত করতে পারে। এর আরেকটি উল্যেখযোগ্য বৈশিষ্ট হছে এটি ওয়াটার প্রুফ বা পানি নিরোধক।

আপনি চাইলে এটি নিজে ব্যবহার করতে পারেন যদি অল্প রেঞ্জের দরকার হয়। তাছাড়া মাটির নিচে ছাড়াও যদি মাটির উপরে কোন ছোট আকৃতির ধাতব/মেটাল জাতীয় কিছু হারিয়ে যায়, তা খোঁজার জন্য এটি খুবই কার্যকরী।

মাটির গভিরতায় পৌছায়ঃ ৫-৭ ইঞ্চি পর্যন্ত।

যাইহোক, আপনি চাইলে আমাদের থেকে এই জাতীয় মেটাল ডিটেক্টর কিনতে পারেন। তাছাড়া আমরা সিকিউরিটি মেটাল ডিটেক্টর সহ বেশিরভাগ সিকিউরিটি প্রোডাক্ট বিক্রি করে থাকি। আমরা সরাসরি “গ্রাউন্ড মেটাল ডিটেক্টর” আমদানি করে থাকি, তাই আমরা সেরা দামে ভালো পন্যটি দেয়ার নিশ্চয়তা দিতে পারি। বিস্তারিত জানতে-

Telephone: 02-55020006;
Hotline: 01979-300-940, 01719-300-940,
0199-9939240

# আরো মডেল দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop