Cart

Your Cart is Empty

Back To Shop

SBR Walkie Talkie License in Bangladesh

sbr-walkie-talkie-license

SBR Walkie Talkie License: প্রতিষ্ঠানের জন্য দুই ধরনের লাইসেন্স দিয়ে থাকে বিটিআরসি। একটি হল এসবিআর অপরটি হল আইওটি। লাইসেন্স কিভাবে করতে হয় আসুন দেখে নেই। ওয়াকিটকি লাইসেন্স করতে হলে বিটিআরসি বরাবর আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড এ আবেদন করতে হবে। এর সঙ্গে নিম্নোক্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে –

  • বিটিআরসি বরাবর ৬,৩২৫/- টাকার পে অর্ডার।
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • টিন সার্টিফিকেট ও টিন জমা দেয়ার রশিদ বা ব্যখ্যা
  • ভ্যাট সার্টিফিকেট
  • দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র
  • এসবিআর/ আইওটি আবেদন ফরম
  • নেটওয়ার্ক প্ল্যান
  • কালো রঙের সেট ব্যবহার না করার অঙ্গিকারনামা (এসবিআর এর জন্য)
  • সেটের ব্রশিউর/ ক্যটালগ ( এসবিআর এর ক্ষেত্রে রঙ্গিন সেটের)

উপরোক্ত ডকুমেন্ট সহ আবেদনের দুই কপি বিটিআরসিতে নিয়ে গেলে একটি রিসিভ করে আপনাকে দিয়ে দিবে। সেই কপিটি অনলাইনে আপলোড করে দিতে হবে। অতপর বিটিআরসি  পর্যালোচনা করে দেখবে। অনুমতির জন্য বিবেচিত হলে এসবিআর এর ক্ষেত্রে বিটিআরসি আপনাকে একটি চিঠি দিবে বাৎসরিক সেট প্রতি ৬৯০ টাকা পে অর্ডারের মাধ্যমে জমা প্রদান করার জন্য। পরবর্তী আরেকটি চিঠিতে আপনাকে সাময়িক অনুমতি দেয়া হবে। আইওটি সেটের জন্য এই ফি জমা দিতে হবেনা।

SBR Walkie Talkie

সাময়িক আনুমতিপত্র পেলে বিটিআরসি আনুমোদিত সেটসমূহ থেকে যেটি আপনার পছন্দ সেই সেটের আমদানির জন্য আপনি বিটিআরসি এনলিস্টেড ভেন্ডর এমন একটি কোম্পানিকে (যেমন অলেফিন্স ট্রেড কর্পোরেশন) ওয়ার্ক অর্ডার দিবেন। আপনার ওয়ার্ক অর্ডার অনুযায়ী সেট আমদানী করে বিটিআরসির NOC নিয়ে খালাস করতে হবে।

NOC নেয়ার জন্য আগের মতই আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে আবেদন করতে হবে। তার সাথে আপনাকে দিতে হবে

  • ওয়ার্ক অর্ডারের কপি,
  • প্রো ফর্মা ইনভয়েস,
  • প্যাকিং লিস্ট,
  • এয়ার ওয়ে বিল।

আমদানি করে বিটিআরসি কে প্রদর্শন করলেই আপনি সেট ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবে কখনো অবৈধ ভাবে ওয়াকি-টকি ব্যবহার করবেন না।

কোন কোন মডেল দিয়ে লাইসেন্স করা যাবে সে গুলো দেখে নিতে পারি। AIRCOM AC-245AIRCOM AC 379L, এছাড়াও IoT ডিভাইস মধ্যে AC-G30 দিয়ে লাইসেন্স করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop