Cart

Your Cart is Empty

Back To Shop
Analog-Door-Lock-and-Smart-Door-Lock

একটি বাড়ি-ঘর, অফিস, বিল্ডিং, বা যে কোন ভবন বা যেকোনো কক্ষের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার দরজা। এই দরজার যথেষ্ট  নিরাপত্তা থাকা দরকার নাহলে যেকোনো চুরি-ডাকাতি সহ ঘটে যেতে পারে নানাবিধ অনাকাঙ্খিত দূর্ঘটনা যা আমরা বিভিন্ন সময় আমাদের আশেপাশে এবং খবরে দেখতে পাই। তাই দরজার নিরাপত্তায় আমাদের আপোষহীন হওয়াটা খুবই জরুরী।

একটা সময় ছিল এবং এখনও আছে যে, একটি দরজা ভিতর-বাহির থেকে লাগানোর জন্য ছিটকিনি ব্যবহার করা হয়। আবার কিছু কিছু আধুনিক দরজা রয়েছে যার লক মেটাল/স্টিলের হয়ে থাকে। এই ধরণের দরজা সাধারণত এপার্টমেণ্ট/ফ্ল্যাট – এ দেখা যায় যা কিছুটা বেশি হলেও নিরাপদ।

কিন্তু আপনি কি মনে করেন এই ধরণের দরজাগুলো আপনার বাসা-বাড়ি এবং প্রতিষ্ঠানের যথেষ্ট নিরাপত্তা প্রদানে সক্ষম। আসুন বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। ধরুণ, আপনার বাড়ি বা অফিস যেখানে দৈনিক অনেক লোকের আনাগোনা হয়ে থাকে, যাদের কাউকে কাউকে আপনি চিনে থাকবেন আবার কেউ কেউ আপনার অপরিচিত।

তার মানে, সব সময় অনিরাপত্তার চিন্তাটা থেকেই যায়। কিন্তু নিরাপত্তা জনিত অনেক সমস্যার সমাধান দিতে পারে স্মার্ট ডোর লক (Smart Door Lock) যা এনালগ ডোর লক (Analog Door Lock) দিতে পারে না। যাইহোক এই লেখাতে আমরা এনালগ ডোর লক এবং স্মার্ট ডোর লকের পার্থক্য সম্পর্কে জানব, এবং কোন ধরণের ডোর লক বেশি কার্যকরি তা আলোচনা করব।

নির্দিষ্ট ব্যক্তিকে এক্সেস প্রদান

স্মার্ট ডোর লক দিয়ে আপনি আপনার ইচ্ছে মত যে কাউকে এক্সেস দিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার পরিবারের সবাই আপনার বাড়ি বা ঘরে ঢুকতে পারুক, অন্য কেউ ব্যতীত। তাহলে আপনি সেটা অনায়াসে করতে পারবেন।

smart-door-lock-allowing-person

যার ফলে কোন বহিরাগত বা অপরিচিত কোন ব্যক্তি চাইলেই আপনার বড়ি-ঘরে ঢুকতে পারবেনা, এবং এতে করে আপনার এবং আপনার মালামালের নিরাপত্তা জোরদার হচ্ছে। আরেকটি বড় সুবিধা হচ্ছে এনালগ ডোর লকের মত আপনাকে দরজার কাছে গিয়ে দরজা খুলতে হবে না। আপনি যাকে ঐ দরজার এক্সেস দিয়েছেন সে নিজেই দরজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবে। আপনি এই সুবিধাটি কখনও একটি এনালগ ডোর লকের মাঝে খুঁজে পাবেন না।

ফিঙ্গারপ্রিণ্ট/আঙ্গুলের ছাপ/ফেসিয়াল লক

স্মার্ট ডোর লকে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে যার ফলে কোন ব্যক্তি তার আঙ্গুলের ছাপ দিয়ে এক্সেস নিতে পারে, তবে তা পূর্বে ঐ স্মার্ট ডোর লক (Smart Door Lock) ডিভাইসে রেকর্ড থাকতে হবে। এই প্রক্রিয়াটি আরো একটি সিস্টেমে সম্পন্ন হয় যেমন ফেইস ডিটেকশন। নির্ধারিত ব্যক্তি তার নিজের চেহারার ছবি দিয়ে সেই ঘরে ঢুকতে পারে।

samrt-door-lock-bangladesh

মানে হচ্ছে, ঐ ব্যক্তিটি যখন ডিভাইসটির সামনে দাঁড়াবে তখন ডিভাইসটির ক্যামেরা ঐ ব্যক্তিটির মুখের ছবি তুলে নিয়ে তার পূর্ববর্তী ছবির সাথে মিলিয়ে তাকে এক্সেস প্রদান করবে। এই প্রক্রিয়াটি খুবই দ্রুততার সাথে সম্পন্ন হয়।

কোথায় স্মার্ট ডোর লক বেশি কার্যকরী

যদিও এটি বাসা-বাড়ি, অফিস, এপার্টমেন্ট এর জন্য খুবই প্রয়োজনীয় ডিভাইস কিন্তু এর ব্যবহার সবথেকে বেশি দেখা যায় অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে। কারণ, এতে করে ঐ অফিসের মালিকসহ অফিসের কর্মচারী-কর্মকর্তারা আর নির্দিষ্ট ব্যক্তিরা ঢুকেতে পারে, এর বাইরে কেউ নয়।

তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে কিনা সকলের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে সেখানেও এর ব্যপক ব্যবহার রয়েছে। আবার কেউ কেউ তার অফিসের ব্যক্তিগত কক্ষের নিরাপত্তার জন্য স্মার্ট ডোর লক ব্যবহার করে থাকে। মোটকথা স্মার্ট ডোর লকের মাদ্ধ্যমে আপনি এক্সেস কন্ট্রোল করতে পারবেন।

স্মার্ট ডোর লকের দাম

এটি মুলত নির্ভর করে এর মান এবং বিদ্যমান ফিচারের উপর। যে মডেলটি বেশি ফিচার সম্পন্ন সেই ডিভাইসটির দাম অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। তবে দাম কম-বেশি যা হোক না কেন, স্মার্ট ডোর লক (Smart Door Lock) এনালগ ডোর লক থেকে অনেক গুন বেশি স্মার্টলি নিরাপত্তা দিয়ে থাকে।

বাংলাদেশে কোথায় স্মার্ট ডোর লক পাবো?

আপনি বাংলাদেশে অনেক স্মার্ট ডোর লকের ব্র্যান্ড খুজে পাবেন, তবে এতগুলো ব্র্যান্ড এবং মডেল থেকে সেরাটা খুঁজে পাওয়া কিছুটা মুশকিলের। এই পরিপ্রেক্ষিতে, আমরা আপনাকে দিচ্ছি সব থেকে সেরা ডোর লক পাওয়ার নিশ্চয়তা। কেননা আমরা সরাসরি উৎপাদনকারী/সরবরাকারী থেকে পণ্য আমদানি করে থাকি। যার ফলে আমাদের কাছে আপনি পাচ্ছেন একশ ভাগ আসল পন্য এবং কিছুটা কম দামে।

Olefins-trade-corporation-shop

তাছাড়া আমরা (অলেফিন্স ট্রেড কর্পোরেশন) সেবা প্রদান করে থাকি। যার কারণে আপনি আমাদের থেকে কোন পণ্য কেনার পর তা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন। এবং ওয়ারেন্টি থাকাকালীন আপনি পাচ্ছেন বিক্রয়ত্তর সেবা। আমরা বাংলাদেশে ডোর লক (Door Lock) বিক্রি করা সহ প্রয়োজনে তা সেটআপ/ইন্সটলেশন করে দিয়ে থাকি যেন আপনার ইন্সটলশনের ঝামেলা পোহাতে না হয়। আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন এই নম্বরে ০১৭১৯৩০০৯৪০ অথবা চলে আসুন আমাদের অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop