Category
- Access Control
- Access Control Package
- Accessories
- Adapters and Connectors
- Agro
- Audio Accessories
- Bangla Quran Speaker
- Barcode Scanner
- Battery and Accessories
- Best Speaker
- Blackmagic Design
- Call Station
- Camera
- Capture Devices
- Car Checking System
- CCTV & Accessories
- Classroom Sound System
- Conference System
- Dash Camera
- Document Camera
- Elevator Controller
- Forklift
- GNSS Receiver and Accessories
- Guard Patrol System
- Lighting System
- Medical Equipment
- Megaphone
- Memory & HDD
- Metal Detector
- Microphone
- Microphone Foam Cover
- Microscope/Binocular
- Mosque Sound Solution Package
- Networking Products
- OLT Products
- PA
- PA Amplifier
- PA System
- PABX System
- Paperless Conference System
- Passport Scanner
- Podium System
- Portable Amplifier
- POS Terminal Device
- Power Supply
- Printer
- Projector
- PTZ Camera
- Repeater
- RFID Accessories
- Router
- Safety Products
- Security Products
- Smart Board Bangladesh
- Smart Door Lock
- Spill Kit
- Studio & ENG Camera
- Tools & Equipment
- Traffic Equipment
- Turnstile Gate
- VHF & UHF Antennas
- Video Conference
- Video Intercom System
- Walk Through Metal Detector
- Walkie Talkie
- Walkie-Talkie Battery & Accessories
- Wireless Conference System
- Wireless Guide System
- Wireless Products
- X-Ray Baggage Scanner
- Zoom Software
বর্তমান সময়ে KST ওয়াকি-টকি খুবই ভালো মানের এবং সুপরিচিত একটি ব্র্যান্ড। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী KST এর সকল মডেলগুলোই নকল করছে। আজ আমরা আমাদের এই পোষ্টে KST এর আসল ও নকল পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করেছি।
পার্থক্য-১
স্টিকারঃ কয়েকটি উল্ল্যেখযোগ্য পার্থ্যকের মধ্যে আপনি স্টিকার এর মধ্যে দৃশ্যমান পার্থক্য দেখতে পাবেন তা হল আসল সেটের স্টীকার বা লেভেল বা ব্র্যান্ড নেম যাই বলুন না কেন তা একটি স্টিল বা মেটাল প্লেটের উপর খোদাই করা থাকবে। কিন্তু একটি নকল সেটে ব্র্যান্ড নামটা থাকবে বডি প্রিন্ট আকারে যা থিনার বা রঙ রিমুভার দিয়ে ঘসা দিলেই সাথে সাথে উঠে যাবে।
এমনকি কিছু কিছু নকল KST মডেলে ব্র্যান্ড নামটি একটি কাগজের স্টিকার এর উপর প্রিন্ট থাকে যা আলাদাভাবে সেটের গায়ে আলতো করে লাগিয়ে দেয়া হয়। এতে করে আপনি সহজেই ঐ স্টিকারের এক পাশ ধরে টান দিলে নকল স্টীকারটি আপনার হাতে চলে আসবে। তাছাড়া আসল কিংবা নকল ব্র্যান্ড নামটা একটু খেয়াল করে দেখলেই উভয়ের পার্থক্যটা বুঝতে পারা যায়।
পার্থক্য-২
বাটন/বোতামঃ একটি আসল KST সেটের বাটনগুলো খুবই সফট এবং শাইনি হয়।যা আপনি প্রথম দেখাতেই এর মান বুঝতে পারবেন যা নকল সেটের মধ্যে একদমই পাবেন না। অন্যদিকে নকল মডেলগুলোতে আপনার আঙ্গুল ছোঁয়ালে একটা অমসৃণতা লক্ষ করবেন যেখানে আসল সেটগুলোর ফিনিশিং চমৎকার। নেই কোন অমসৃণতা এবং বাজে মানের বাটন প্রিন্টগুলো বা লেখাগুলো।
আরেকটি বিশেষ পার্থক্য হল বাটনগুলোর নমনীয়তা। আসল সেটগুলোতে যেই বাটন থাকে তা প্রেস/চাপ দেয়ার সাথে সাথে কাজ করে, আপনার আঙ্গুলের আলতো ছোঁয়াতে এটি কাজ করবে, কোন রকম জোরাজুরি বা শক্তি প্রয়োগ করা দরকার হবে না। এই পরিপ্রেক্ষিতে নকল মডেলগুলোর বাটগুলো আপনাকে বেশি আগুলের বল প্রয়োগ করে কাজ করা তে হবে। মাঝে মাঝে কয়েকবার বাটন চাপ দিয়ে কাজ করাতে হবে যা খুবই বিরক্তকর।
পার্থক্য-৩
পিটিটি বাটন/PTT Button: এটি একটি সাইড বাটন যা চেপে ধরে কথা বলতে হয়, তাহলে অপর প্রান্তে থাকা একই ফ্রিকুয়েন্সিতে ওয়াকিটকি ব্যবহারকারী কথা শুনতে পায়। মনে করুন এখন যদি ঐ PTT Button টি চেপে ধরতে অনেকটা আঙ্গুলের শক্তি ব্যয় করতে হয় বা শক্ত করে চেপে ধরতে হয় তবে আপনি নিশ্চয়ই স্বাচ্ছন্দে কথা বলতে পারবেন না।
হ্যাঁ, এমনি কিছু বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হবেন যদি আপনার হাতে থাকে একটি নকল KST ওয়াকিটকি। তাছাড়া খুবই অল্প সময়ের মধ্যে সেই বাটনটি তার কার্যকারীতা হারাবে। যার ফলে আপনার সাভভিস চার্জ বাবদ অর্থের উল্ল্যেখযোগ্য একটি অংশ গুনতে হবে।
উল্টোদিকে, আসল KST Walkie-Talkie আপনাকে কখনই এমন বিড়াম্বনায় পরতে দেবে না। এর পিটিটি বাটনটি খুবই নমনীয় হওয়াতে সামান্য চাপেই কাজ করবে। আর স্থায়ীত্ব হবে অনেকদিন পর্যন্ত।
পার্থক্য-৪
বডি/ ফ্রেমঃ আরেকটি পার্থক্য যা না বললেই নয় তা হল এর বডি বা ফ্রেম তৈরিতে কি ধরণের কাঁচামাল ব্যবহৃত হয়েছে। এখন পর্যন্ত সকল ধরণের ওয়াকিটকির ফ্রেম হয় প্লাস্টিকের। তবে যেনতেন প্লাস্টিক বডির ওয়াকিটকি অল্প সময় ব্যবহারের কারণে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনে অসতর্কাতার কারণে হাট থেকে পড়ে গেলেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা প্র্যা ৯০ শতাংশ।
এই সকল ঝুঁকি এড়াতে এমনই ওয়াকিটকি ব্যবহার করা উচিত যার বডি বা ফ্রেমটি ABS বা Acrylonitrile butadiene styrene এর তৈরি। এটি এমনই একটি প্লাস্টিক উপকরণ যা যে কোন প্লাস্টিক যা পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করে। যাইহোক, নকল KST এর ফ্রেম সেটগুলো খুবই নিম্ন মানের প্লস্টিক দিয়ে তৈরি হয়, অপরদিকে আসল KST এর ফ্রেম ABS প্লাস্টিক দিয়ে তৈরি হয়।
যার ফলে সহযেই ভেঙ্গে যাওয়ার কোন সুযোগ নেই এমনকি হাত থেকে পড়ে যাওয়ার পরেও। জেনে রাখবেন, আসল KST ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেমন Aircom, Motorola, BAOFENG তাদের মডেলগুলোর ফ্রেম ABS প্লাস্টিক দিয়ে তৈরি।
পরিশেষে, এটাই বলতে চাই, যদি আপনি KST ব্রান্ডের ওয়াকিটকি কেনার জন্য মনস্থির করেন তবে উপরিউক্ত পার্থক্যগুলো মাথায় রেখে কিনবেন, নতুবা নকল সেট কিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো একটি কথা ভুলে গেলে চলবে না, আপনি যদি বাংলাদেশে ওয়াকিটকি ব্যবহার কররে চান তাহলে এটির অবশ্যই BTRC থেকে লাইসেন্স করতে হবে, লাইসেন্স বিহীণ ওয়াকিটকি ব্যবহারে ৩০০ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে, তাছড়া আরো বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে বাংলাদেশে ওয়াকিটকি ব্যবহারের ক্ষেত্রে।
আপনি যদি এই বিধি-নিষেধ গুলো জানতে চান ও ওয়াকিটকি নিয়ে যদি মনে কোন প্রশ্ন প্রশ্ন থেকে থাকে, তবে আপনি এই লেখাটি পড়তে পারেন, আশা করি আপনার যাবতীয় প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবেন। এর পরেও যদি ওয়াকিটকি নিয়ে কোন প্রশ্ন থেকে থাকে, তবে ফোন করবেন ০১৯৯৯৯৩৯২৪১, ০১৯৭৯৩০০৯৪০, ০১৭১৯৩০০৯৪০ এই নম্বরে।
Leave a Reply