Cart

Your Cart is Empty

Back To Shop

Video Conference System Price in Bangladesh

Video-Conference-System-Price-in-Bangladesh

কনফারেন্স সিস্টেম এর জগতে ভিডিও কনফারেন্স সিস্টেম বর্তমান সময়ে খুবই চাহিদা সম্পন্ন একটি কনাফারেন্স সিস্টেম যা দ্বারা সরাসরি বিশ্বের যে কোন প্রান্ত থেকে ভিডিওর মাধ্যমে মিটিং-এ জয়েন হওয়া বা মিটিং সম্পন্ন করা যায়। বাংলাদেশে ভিডিও কনফারেন্স সিস্টেম এর ব্যবহার খুব বেশি দিন হয়নি যে হয়েছে।

তবে ইদানিং এর ব্যাপক উপযোগিতা থাকায় এর চাহিদা দিনকে দিন বেড়েই চলছে। এর দাম ব্র্যান্ড ও মডেলভেদে আলাদা আলাদা হয়ে থাকে, তবে এর দাম নিয়ে কথা বলার পূর্বে এই সিস্টেমটি কিভাবে কাজ করে তা নিয়ে একটি পরিস্কার ধারণা দিতে চাই যাতে করে আপনি ইকুইপমেন্ট অনুযায়ী আলাদা আলাদা দাম নির্ধারণ করতে পারেন।

ভিডিও কনাফারেন্স সিস্টেম কিভাবে কাজ করে?

এই সিস্টেমটি যে শুধুমাত্র ভিডিও ইকুইপমেন্ট এর সমন্বয়ে তৈরি তা নয়, অডিও এবং ভিডিও ইকুইপমেন্ট এর সমন্বয়ে একটি Video Conference System তৈরী হয়। যেমন ধরুন, একটি মিটিং এ ২০ জন ব্যক্তি অংশগ্রহণ করবেন। তাদের প্রত্যেকের সামনে একটি করে ডেলিগেট ইউনিট থাকবে এবং একজন যিনি কিনা মিটিং-টি পরিচলনা করবেন বা মিটিং প্রধান তার সামনে একটি চেয়ারম্যান ইউনিট থাকবে। এগুলোকে আবার মাইক্রোফোন ও বলে অনেকে। তা যাই হোক না কেন এই সিস্টেমটিকে অডিও কনাফারেন্স সিস্টেম বলে।

অন্যদিকে যখন এই সিস্টেমটির সাথে ভিডিও সিস্টেম সংযুক্ত করতে হলে অতিরিক্ত একটি ভিডিও ক্যামেরা ও মনিটর দরকার পরে। এর কারন হল, ঐ ২০ জনের অংশগ্রহণের মিটিং-এ যখন অন্য প্রান্ত থেকে কেউ ভার্চুয়্যালি জয়েন হবে তখন ক্যামেরার মাধ্যমে দূরের ব্যক্তিটি তার পিসি বা ল্যাপটপের মাধ্যমে ঐ মিটিং-টিতে জয়েন হতে পারবেন তাও আবার সকলকে দেখে।

এবার আসি মনিটর-টির কাজ কি। এটি মূলত ভার্চুয়ালি যারা মিটিং- এ জয়েন হবেন তারা তাকে বা তাদের দেখতে পাবেন উপস্থিত ঐ ২০ জন। এর মানে দাঁড়ায়, সেই কনফারেন্স বা মিটিং-এ যারাই জয়েন হোক না কেন, প্রত্যেকে প্রত্যেককেই দেখতে পাবেন সরাসরি এবং ভার্চুয়ালি। এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও কনফারেন্স সিস্টেম এর হাল-হাকিকত।

ভিডিও কনফারেন্স সিস্টেম এর দাম (Price of video conference system)

ধরণভেদে ভিডিও কনফারেন্স সিস্টেম এর দামের পার্থ্যক্য লক্ষ্য করা যায়। যেমন কিছু কনফারেন্স সিস্টেম তার সিস্টেম হয় আবার কিছু কিছু মডেল হয় তারবিহীন। তবে তারবিহীন বা ওয়্যারলেস গুলোর দাম তুলনামুলক একটু বেশি।

কি কি ব্র্যান্ড পাওয়া যায় ভিডিও কনফারেন্স সিস্টেম এর?

আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পাবেন video conference system এর তার মধ্যে Aircom, BOSCH এইগুলো সেরা। তবে এটা অবশ্যই মনে রাখবেন একটি কনফারেন্স সিস্টেম এর সাথে যখন কোন ভিডিও ইকুইপমেন্ট জুড়ে দেয়া হয় তখন সেটা ভিডিও কনফারেন্স সিস্টেম-এ রুপান্তর। আপনি Aircom ব্র্যান্ড এর সাথে একটি ক্যামেরা ও মনিটর জুড়ে দিয়ে ভিডিও সিস্টেম করতে পারেন। অন্যদিকে আপনি যদি BOSCH ব্র্যান্ড দিয়েও ভিডিও কনফারেন্স করতে পারবেন তবে এতে করে আপনার বাজেট অনেকটা বাড়াতে হবে।

Video Conference System এর দাম কেমন?

উপরে উল্লেখিত BOSCH ব্র্যান্ড তার ও তারবিহীন দুটো টাইপ-ই হয়। তারসহ যেটা তার প্রতিটি ইউনিটের বর্তমান (২০২২ সাল) মূল্য ৪০,০০০ টাকা ৪৫,০০০ এর মধ্যে। আর এর সাথে কন্ট্রোল ইউনিট-টির দাম ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ পর্যন্ত হয়েও থাকে। আর Aircom ব্র্যান্ড এর প্রতিটি ইউনিট পাবেন ৩৫,০০০ থেকে ৪০,০০০ এর মধ্যে। আর এর কন্ট্রোল ইউনিট এর দাম ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ এর মধ্যে। ক্যামেরা ২০,০০০ থেকে শুরু করে ৩,০০,০০০ পর্যন্ত হতে পারে ফিচার অনুযায়ী।

যাইহোক আমি আপনাদের Video Conference System এর দাম নিয়ে একটি ধারনা দেয়ার চেস্টা করেছি। তবে এর দাম উঠানামা করতে পারে যে কোণ সময়। আপনাদের যদি ভিডিও কনফারেন্স সিস্টেম নিয়ে যদি কোন প্রশ্ন থাকে বা এই প্রোডাক্ট কিনতে চান তাহলে যোগাযোগ করুন – ০১৯৯৯৯৩৯২৪১, ০১৭১৯৩০০৯৪০, ০১৯৯৯৯৩৯২৪০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop